বাসস দেশ-৪ : করোনায় চট্টগ্রামে আরো ৩২ জন সংক্রমিত

117

বাসস দেশ-৪
চট্টগ্রাম-করোনা
করোনায় চট্টগ্রামে আরো ৩২ জন সংক্রমিত
চট্টগ্রাম, ২৩ আগস্ট, ২০২০ (বাসস) : চট্টগ্রামে নতুন করে ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখানে শনাক্তের হার ১০ দশমিক ৮৮ শতাংশ।
এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪৩৭ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে জানা যায়, শনিবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ২১ জন নগরীর বিভিন্ন ওয়ার্ডের ও ১১ জন উপজেলার বাসিন্দা। একই সময়ে করোনাক্রান্ত ২ জন মারা গেছেন। ফলে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ২৬৩ জন মৃত্যুবরণ করেন। অন্যদিকে, গতকাল সুস্থ হন ৪১ জন। মোট সুস্থ ৩ হাজার ৯০৭ জন।
ল্যাবভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শনিবার বিআইটিআইডি ল্যাবে সর্বোচ্চ ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নগরীর ২ জনসহ ৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষায় নগরীর ১২ জনসহ ২০ জন করোনা পজেটিভ শনাক্ত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জনের নমুনার মধ্যে ১ জনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ৪ টিতে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের ৩ জন নগরীর বাসিন্দা। বেসরকারি শেভরনে ২৬ জনের নমুনায় ৪ জন করোনার ভাইরাসবাহক বলে চিহ্নিত হন।
এছাড়া, চট্টগ্রামের ৬ টি নমুনা পাঠানো হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এদের কারো নমুনায় করোনার জীবাণু মেলেনি।
উপজেলাভিত্তিক হিসেবে হাটহাজারীতে সর্বোচ্চ ৩ জন, বোয়ালখালী, রাউজান ও সীতাকু-ে ২ জন করে এবং চন্দনাইশ ও রাঙ্গুনিয়ায় ১ জন করে সংক্রমিত হয়েছেন।
রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, গত ২১ আগস্ট শুক্রবার ৬৬৮ টি নমুনায় ৮৩টি পজেটিভ শনাক্ত হয়। সংক্রমণের হার ১২ দশমিক ৪২ শতাংশ। ২০ আগস্ট চট্টগ্রামে সংক্রমিত হন ৮৯ জন, সংক্রমণ হার ১০ দশমিক ৯০ শতাংশ। ১৯ আগস্ট ৯৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। সংক্রমণ হার ১২.০৯ শতাংশ।
বাসস/জিই/কেএস/এমএসএইচ/১৫১৫/কেজিএ