বাসস দেশ-৭ : মানিকগঞ্জ,রাজবাড়ি ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

110

বাসস দেশ-৭
নদ নদী পরিস্থিতি
মানিকগঞ্জ,রাজবাড়ি ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
ঢাকা, ২৩ আগস্ট, ২০২০(বাসস): আগামী ২৪ ঘন্টায় মানিকগঞ্জ,রাজবাড়ি ও ফরিদপুর জেলার নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশলি আছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদনদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ মধ্য উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে।
দেশের ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৫ টির,হ্রাস পেয়েছে ৫১ টির,বিপদসীমার উপরে নদ নদীর সংখ্যা ৪ টি,বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ৪ টি এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির ।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার ১২২ মিলিমিটার,মহেশখালী ৯৮ মিলিমিটার,চাঁদপুর ৬৮ মিলিমিটার, বরিশাল ৬৭,চট্টগ্রাম ৭১ মিলিমিটার,ডালিয়া ৫৪ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৬০৫/-কেকে