বাসস ক্রীড়া-২ : বদলী বেঞ্চে বসে থাকতেও রাজী আছেন সুয়ারেজ

140

বাসস ক্রীড়া-২
ফুটবল-সুয়ারেজ
বদলী বেঞ্চে বসে থাকতেও রাজী আছেন সুয়ারেজ
মাদ্রিদ, ২৩ আগস্ট ২০২০ (বাসস) : বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ বলেছেন তিনি যেকোন ভাবেই এই ক্লাবেই থাকতে চান, এমনকি বদলী বেঞ্চেও যদি বসে থাকতে হয় সেটাতেও রাজী আছেন।
বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ চলতি সপ্তাহে বলেছেন এবারের গ্রীষ্মে তিনি দলে আমূল পরিবর্তন আনতে চান। আর এ কারনে ক্লাবের বেশ কয়েকজন তারকাকে হয়তো বিদায় জানাতে হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হবার পর বার্তামেউ অবশ্য কিছু কিছু খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন যাদের তিনি ছাড়তে রাজী নন। তার মধ্যে ক্লাব নিয়ে প্রচন্ড হতাশ লিওনেল মেসি থাকলেও সুয়ারেজের নাম নেই। যদিও ২০২১ সাল পর্যন্ত সুয়ারেজের সাথে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ বহাল রয়েছে। ইতোমধ্যেই ৩৩ বছর বয়সী সুয়ারেজকে ক্লাবের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেয়া হয়েছে তাকে হয়তো আর দলে প্রয়োজন নাও হতে পারে। আর সেই সময় পর্যন্ত ক্যাম্প ন্যুতে টিকে থাকতে হলে লড়াই করেই থাকতে হবে।
উরুগুয়ের আন্তর্জাতিক এই ফরোয়ার্ড গণমাধ্যমে বলেছেন, ‘সভাপতি কিছু কিছু খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন। দলের পরিবর্তনের জন্য তারা যেটা ভাল মনে করবেন সেটাই সিদ্ধান্ত নিবেন। কিন্তু ক্লাবের পক্ষ থেকে কোন কিছুই স্পষ্ট করে জানানো হয়নি। ক্লাব যা চায় সেটা আমাকে মেনে নিতেই হবে। তবে আমার সাথে সরাসরি যোগাযোগ করলে পুরো বিষয়টা ভাল হবে। কারো নাম প্রকাশ করার থেকে সেই পথটাই ভাল। আমি সব সময়ই বার্সেলোনার জন্য সেরাটা দিতে চেয়েছি এবং সে কারনেই আমি এখানেই থাকতে চাই। এজন্য পুরো ক্যারিয়ার যদি আমাকে বদলী বেঞ্চেও থাকতে হয় সেটাতেও আমি রাজী আছি। আমার এখনো মনে হয় এই ক্লাবে অনেক কিছু দেবার বাকি আছে। কিন্তু আগামী মৌসুমে কোন সমস্যা সৃষ্টি করতে চাইনা। নিজের পজিশনের জন্য টিকে থাকার লড়াই সুস্থভাবে করতে হবে। নতুন কোচ রোনাল্ড কোম্যান যদি মনে করে আমাকে বদলী হিসেবে খেলাবেন সেখানেও আমার কোন সমস্যা নেই।’
গত ছয় বছর ধরে বার্সেলোনার মূল একাদশে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবেই টিকে ছিলেন সুয়ারেজ। ১৯৮ গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। সুয়ারেজ বলেন, ‘আমি কারো সাথে তুলনা হতে চাইনা। কিন্তু আমার মনে আছে আয়াক্স যখন রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়েছিল তখন তারা বলেছিল টনি ক্রুস শেষ হয়ে গেছে, সার্জিও রামোস দলের জন্য বোঝা, লুকা মড্রিচকে অবসরে যাওয়া উচিত। কিন্তু এই মৌসুমে আবার সব ঠিক হয়ে গেছে। দুর্দান্ত ফর্মে থেকে তারাই দলের সাফল্যে মূল ভূমিকা পালন করেছেন। রিয়াল মাদ্রিদ ভাল দল ছিল, এখনো আছে। কিন্তু যখনই দল পরাজিত হয় তখনই সবকিছু পাল্টে যায়।’
বার্তামেউ গত সপ্তাহের তার সাক্ষাতকারে ক্লাবের বয়স্ক খেলোয়াড়দের দিকে ইঙ্গিত করে বলেছিলেন ক্লাবের ট্রান্সফার তালিকায় যারা আছেন তাদের অন্যতম হলেন সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বাসকুয়েট ও ইভান রাকিটিচ। যদিও কোম্যান বলেছেন এখানে বয়স কোন বড় বিষয় নয়। ট্রান্সফার উইন্ডোতে শুধুমাত্র এই একটি বিষয়ই বিবেচনা করা হয়না।
এদিকে মেসিকে দলে ধরে রাখতে বার্সা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টাইন এই সুপারস্টার দীর্ঘদিন ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে এতটাই বিরক্ত হয়ে উঠেছেন যে এবার তাকে ধরে রাখাটা কতটা সফলতা পাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ সপ্তাহের কোম্যানের সাথে মেসির দেখা করার কথা রয়েছে। এখনো তার সাথে ক্লাবের চুক্তি আরো এক বছর বাকি রয়েছে। কিছু কিছু বোর্ড সদস্য অবশ্য ইঙ্গিত দিয়েছেন মেসিকে রাখতে যদি অর্থের পরিমান বাড়াতেও হয় তাতেও তারা রাজী আছেন।
বাসস/নীহা/১৪৩০/স্বব