বাজিস-৩ : জয়পুরহাটে সোনাপুর স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন

186

বাজিস-৩
জয়পুরহাট-ভবন উদ্বোধন
জয়পুরহাটে সোনাপুর স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন
জয়পুরহাট, ২৩ আগস্ট, ২০২০ (বাসস) : এক কোটি ৬ লাখ ব্যয়ে নির্মিত সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দ্বি-তল একাডেমিক ভবন রোববার সকাল ৯টায় উদ্বোধন করা হয় ।
জেলার পাঁচবিবি উপজেলায় সোনাপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে রোববার বিদ্যালয় চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু এমপি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষা খাত কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা উল্লেখ করে এমপি সামছুল আলম দুদু আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে শিক্ষার বিকল্প নেই।
সূধিী সমাবেশে সভাপতিত্ব করেন সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বায়েজিদ বোস্তামি, পাঁচবিবি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ওবায়দুর রহমান প্রমূখ। এক কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দ্বি-তল একাডেমিক ভবনের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাবে বলে জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বায়েজিদ বোস্তামি।
বাসস/সংবাদদাতা/১০৫০/নূসী