বাসস ক্রীড়া-৮ : শুরু থেকে মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই

139

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-মালিঙ্গা
শুরু থেকে মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই
নয়া দিল্লি, ২২ আগস্ট ২০২০ (বাসস) : আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থদশ আসরের।
তবে আইপিএলের শুরু থেকে দলের পেস তারকা, শ্রীলংকার টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে পাবে না বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুর দিকে মুম্বাইয়ের কিছু ম্যাচ মিস করবেন মালিঙ্গা।
পারিবারিক কারণে টুর্নামেন্টের শুরু থেকে দলের সাথে থাকতে পারবেন না বলে নিজেই জানিয়েছেন মালিঙ্গা।
শ্রীলংকার সংবাদ মাধ্যম বলছে, মালিঙ্গার বাবা অসুস্থ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার বাবার অস্ত্রোপচার হতে পারে। তাই বাবা অসুস্থ থাকায় আইপিএলের শুরু থেকে না থাকার সিদ্বান্ত নিয়েছেন মালিঙ্গা।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী মালিঙ্গা। ১৭০টি উইকেট নিয়েছেন তিনি। গেল বছল মুম্বাইয়ের চতুর্থ শিরোপা বড় অবদানই ছিলো তার।
ফাইনালে শেষ ওভারে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য এক বলে দুই রান প্রয়োজন ছিলো। স্ট্রাইকে শার্দুল ঠাকুরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেই মুম্বাইকে শিরোপা এনে দেন মালিঙ্গা।
গেল মার্চে সর্বশেষ ক্রিকেট খেলেছেন মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ ছিলো। তবে গেল জুনে ২৪ জনের অনুশীলন ক্যাম্পে মালিঙ্গাকে রাখেনি শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
আইপিএলের উদ্বোধনী দিনই মাঠে নামছে মুম্বাই। প্রতিপক্ষ ধোনির চেন্নাই।
বাসস/এএমটি/১৭৫৩/স্বব