টাঙ্গাইলে বাস ও অটোরিক্সার সংর্ঘষে একই পরিবারের ৪ জন নিহত

316

টাঙ্গাইল, ২১ আগস্ট, ২০২০(বাসস) : টাঙ্গাইলে বাস ও অটোরিক্সার সংর্ঘষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন (৪২), তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী খাতুন (৩৪) ও আল আমিনের বাবা সোহরাব হোসেন (৭০) এবং মা সালেহা বেগম (৬৪)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ইনচার্জ কামাল হোসেন জানান, শুক্রবার সকালে হতাহতরা ভূঞাপুর উপজেলা ভদ্রশিমুল গ্রাম থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা ভাড়া করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিক্সাটি মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে বঙ্গবন্ধু সেতুগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন গুরুতর আহত হয়।
পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় এবং অপর আহতদের উন্নত চিকিসার জন্য ঢাকা নেয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়।
এছাড়া আহত আল আমিনের ছোট বোন হাজেরা খাতুন ও সিএনজি চালক ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাস ও অটোরিক্সাটি জব্দ করেছে। বাসের হেলপাড় ও চালক পলাতক রয়েছেন।