নাভালনির শরীরে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া যায়নি : রাশিয়ান চিকিৎসক

213

ওমস্ক, রাশিয়া, ২১ আগস্ট, ২০২০ (বাসস ডেক্স ) : রাশিয়ার চিকিৎসকরা বলেছে, বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির শরীরে বিষ প্রয়োগ করার কোন প্রমাণ পাওয়া যায়নি। সাইবেরিয়ার হাসপাতালের উপ-প্রধান ডাক্তার আনাতোলি কালিনিসেনকো শুক্রবার এ কথা বলেন।
ওমেস্কে তিনি সাংবাদিকদের বলেন, “নাভালনির রক্ত ও ইউরিনে কোন বিষ প্রয়োগের প্রমান পাওয়া যায়নি।”
তিনি বলেন, বিষ প্রয়োগের চিকিৎসার বিষয়টি এখনো আমাদের বিবেচনায় রয়েছে, তবে রোগী বিষ প্রয়োগে আক্রান্ত, আমরা এমনটি বিশ্বাস করি না ।
কার্যত আমরা রোগ নির্ণয় করেছি একথা উল্লেখ করে তিনি বলেন, নাভালনির পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
জার্মানিতে চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে এয়ার এম্বুলেন্স আসার পরে তিনি বলেন,“রোগীর অবস্থা অস্থিতিশীল, এ মুহূর্তে কোথাও তাকে পরিবহন না করার পরামর্শ দেয়া হয়েছে” ।