বাসস ক্রীড়া-১০ : করোনাই বাঁধা !

212

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-আইপিএল
করোনাই বাঁধা !
নয়া দিল্লি, ২১ আগস্ট ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাজিকররা সুবিধা করতে পারবে না বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি প্রতিরোধ ইউনিটের (এসিইউ) প্রধান অজিত সিং।
প্রাণঘাতি করোনায় গেল ডিসেম্বর থেকে ভুগছে বিশ্বের ২শর বেশি দেশ। বহু মানুষের প্রাণহানি ঘটছে । এখনো হচ্ছে। কত মানুষের কত যে ক্ষতি করেছে, তা চিন্তার বাইরে।
তবে এই করোনাই আসন্ন আইপিএলে উপকার করবে বলে মনে করেন এসিইউ প্রধান অজিত। কিভাবে সেই ব্যাখা দিয়েছেন তিনি, করোনার কারনে মাঠের ‘জৈব সুরক্ষা পরিবেশ’ বাজিকরদের খেলোয়াড়দের থেকে দূরে রাখবে।
সংবাদ সংস্থা রয়টার্সকে এসিইউ প্রধান অজিত বলেন, ‘আইপিএল জৈব সুরক্ষিত পরিবেশে অনুষ্ঠিত হবে। এখানে স্বাস্থ্যবিধিসহ আরও অনেক কড়া নিরাপত্তা থাকবে। বাইরের কারও সাথে সাক্ষাৎ করতে পারবে না খেলোয়াড়রা। তাই এবার পাতানো খেলা নিয়ন্ত্রণ করা সহজ হবে। এবার কিছু করতে গেলে, অনেক বিষয় ভাবতে হবে বাজিকরদের।’
করোনার কড়া নিরাপত্তার কারনে খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করা না গেলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফোনে তো খেলোয়াড়দের সাথে যোগাযোগ করা উপায় থাকছে। এক্ষেত্রে কি করবে এসিইউ!!
সেটির উত্তরও দিয়েছেন এসিইউ প্রধান অজিত, ‘খেলেয়াড়দের সাথে যোগাযোগ করার উপায় হলো সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোন। এর মাধ্যমে বাজিকররা যোগাযোগ করতে পারে। তবে এটা নিয়ন্ত্রণের ভার আমাদের। আমরা এ বিষয়ে কঠোর পরিকল্পনা নিয়েছি।’
আইসিসির দুর্নীতি দমন কমিশন সংস্থা আকসুও যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি রাখবে বলে জানান অজিত, ‘স্বাভাবিকভাবেই অনেকেই যোগাযোগের চেষ্টা করবে। কিন্তু বন্ধু, ভক্ত সেজে আড়ালে আরও অনেক কিছুই হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করতে খুব বেশি সমস্যা হবে না। আমরা পেশাদারদের সহায়তা নিব।’
আইপিএল হলেও আইসিসির দুর্নীতি দমন সংস্থা আকসুর সাহায্য নেয়া হবে বলে জানিয়েছেন অজিত। তিনি বলেন, ‘আইসিসির সরাসরি কিছু করতে হবে না। সাধারণ প্রক্রিয়ায় আমরা তাদের সাথে তথ্য আদান-প্রদান করব। তবে দরকার হলে তাদেরও সাহায্যও নেওয়া হবে।’
২০১৩ সালে আইপিএলে পাতানো খেলার অভিযোগে দুই বছর নিষিদ্ধ হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।
বাসস/এএমটি/১৮৪৫/স্বব