বাসস ক্রীড়া-৮ : ধোনির পর রায়নাকেও চিঠি প্রধানমন্ত্রীর, ধন্যবাদ জানালেন রায়না

127

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-মোদি-রায়না
ধোনির পর রায়নাকেও চিঠি প্রধানমন্ত্রীর, ধন্যবাদ জানালেন রায়না
নয়া দিল্লি, ২১ আগস্ট ২০২০ (বাসস) : গেল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সড়ে দাড়ানোর ঘোষনা দেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রিয় অধিনায়কের পরই আন্তজর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও।
দুর্দান্ত ক্রিকেট ক্যারিয়ারের জন্য প্রশংসা ও ভবিষ্যতের শুভ-কামনার অসংখ্য বার্তা পেয়েছেন রায়না। ধোনির পর রায়নাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এজন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদও জানিয়েছেন রায়না।
রায়নার উদ্দেশ্যে লেখা চিঠিতে ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথা স্মরন করেন প্রধানমন্ত্রী মোদি। আহমেদাবাদের স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন মোদি। চিঠিতে মোদি লিখেন, ‘সেই ম্যাচে রায়নার উদ্দীপ্ত ভূমিকার কথা ভারত কখনও ভুলবে না। শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য নয়, ফিল্ডিংয়ে রায়নার অবদান অনেক। ব্যক্তিগত গৌরবের জন্য আপনি খেলেননি, খেলেছেন দল ও দেশের গৌরবের জন্য। এজন্য আপনাকে ধন্যবাদ।’
ধোনির পর প্রধানমন্ত্রীর মোদির পাঠানো চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রায়নাও। এরপর রায়না লিখেন, ‘আমরা যখন খেলি তখন দেশের হয়ে রক্ত-ঘাম ঝরাই। তাই দেশের মানুষের ভালবাসার চেয়ে ভাল স্বীকৃতি হয় না। তা আরও মধুর হয়ে ওঠে দেশের প্রধানমন্ত্রী স্বীকৃতি। প্রশংসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজি। কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করছি।’
ভারতের জার্সি গায়ে ১৮ টেস্টে ৭৬৮ রান, ২২৬টি ওয়ানডেতে ৫৬১৫ রান ও ৭৮টি টি-২০তে ১৬০৫ রান করেন ৩৩ বছর বয়সী রায়না।
বাসস/এএমটি/১৭৩৫/স্বব