বাসস ক্রীড়া-৫ : চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ইতালীয় রেফারি ওরসাতো

114

বাসস ক্রীড়া-৫
ফুটবল-ইউরো-চ্যাম্পিয়ন্স-ফাইনাল-রেফারি
চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ইতালীয় রেফারি ওরসাতো
লুসানে, ২১ আগস্ট ২০২০ (বাসস/এএফপি): ইতালীয় রেফারি ড্যানিয়েলা ওরসাতো পরিচালনা করবেন চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ। রোববার লুসানের নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বনাম বায়ার্ন মিউনিখের মধ্যকার ফাইনাল ম্যাচটি।
বৃহস্পতিবার উয়েফার ঘোষণায় বলা হয়, এস্তাদিও ডি লুইজের ওই ম্যাচটি পরিচালনা করবেন ইতালীয় ৪৪ বছর বয়সী রেফারি। এই প্রথম তিনি ইউরোপীয় টুর্নামেন্টের কোন ফাইনাল পরিচালনা করতে যাচ্ছেন। ২০১০ সালে আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি লাভ করেন ওরসাতো। তার সহকারী হিসেবে থাকছেন স্বদেশী লরেঞ্জো মেনগানেলি ও আলেসান্দ্রো জিয়ালাটিনি।
অবশ্য ওরসাতো পিএসজির জন্য নতুন কেউ নন। গত মৌসুমে শেষ ষোলর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচেরও দায়িত্ব পালন করেছিলেন এই ইতালীয়। যদিও অ্যাওয়ে গোলের জটিলতায় পড়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয়েছিল পিএসজিকে।
এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের আটটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তন্মধ্যে শেষ ষোলর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচটিও ছিল।
বাসস/এএফপি/এমএইচসি/১৬৫০/স্বব