বাসস বিদেশ-১২ : প্রণব মুখার্জীর শ্বাস-প্রশ্বাসের কিছুটা উন্নতি হয়েছে : হাসপাতাল

229

বাসস বিদেশ-১২
প্রণব মুখার্জী-স্বাস্থ্য
প্রণব মুখার্জীর শ্বাস-প্রশ্বাসের কিছুটা উন্নতি হয়েছে : হাসপাতাল
নয়াদিল্লি, ২০ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শ্বাস প্রশ্বাসের সামান্য উন্নতি হয়েছে। তবে তাঁর ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর পিটিআই’র।
চিকিৎকরা বলেছেন, তাঁর ভাইটাল ও ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে। তাঁকে প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে।
তিনি গত ১০ আগস্ট ‘আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারাল হসপিটাল’-এ ভর্তি হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কের জমাটবাধা রক্ত অপসারণের জন্য অস্ত্রোপচার করেন। কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায়ও পজিটিভ ধরা পরে। পরে, বুধবার তিনি ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হন।
হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রী প্রণব মুখার্জীর শ্বাস-প্রশ্বাসের প্যারামিটারগুলোর সামান্য উন্নতি হয়েছে। তবে তাঁর ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রয়েছে।
বাসস/অনু- জেজেড/২০৫৫/-শআ