দোহারে বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সহায়তা নৌবাহিনীর

226

ঢাকা, ২০ আগস্ট, ২০২০ (বাসস) : বন্যা পরিস্থিতি মোকাবেলায় দোহার উপজেলার বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে থাকা দোহার উপজেলার মাহমুদপুর ও বিলাসপুর ইউনিয়নের স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে আজ বৃহস্পতিবার শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানিয়ে বলা হয়, দোহার উপজেলার মাহমুদপুর ও বিলাসপুর ইউনিয়নের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসকল খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানিয়েছে।