বাসস দেশ-১৩ : দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-মধ্য উপকূলীয় অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

112

বাসস দেশ-১৩
নদ নদী-পরিস্থিতি
দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-মধ্য উপকূলীয় অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
ঢাকা, ২০ আগস্ট, ২০২০ (বাসস) : আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ মধ্য উপকূলীয় অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য মতে, এসব অঞ্চলে নদনদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদনদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় প্রধান নদনদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় মানিকগঞ্জ, রাজবাড়ি ও ফরিদপুর জেলার নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশের ১০১টি পানি পর্যবেক্ষলাধীণ পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৩৪ টির, বিপদসীমার উপরে নদ নদীর সংখ্যা ৪ টি, হ্রাস পেয়েছে, ৬২ টির, বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ৪ টি এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, টেকনাফে ১৫০ মিলিমিটার, বরগুনায় ৯৫ মিলিমিটার ও বরিশালে ৬৬ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৬১০/-কেজিএ