বাসস দেশ-১১ : ট্রেন ভ্রমণে বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র প্রদর্শন শিথিল করেছে রেলওয়ে

119

বাসস দেশ-১১
পরিচয়পত্র-প্রদর্শন-শিথিল
ট্রেন ভ্রমণে বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র প্রদর্শন শিথিল করেছে রেলওয়ে
ঢাকা, ২০ আগস্ট, ২০২০ (বাসস) : ট্রেনে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করার বিষয়টি শিথিল করেছে রেলপথ মন্ত্রণালয়।
একইসাথে এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেন ভ্রমণ করতে পারবেন।
আজ রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
ট্রেনের টিকেট হস্তান্তর এবং কালোবাজারী সংক্রান্ত বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় বলেছে, গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীগণের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করার বিষয়টি শিথিল করা হলো। এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে।
বাসস/সবি/এমএন/১৬০/-কেজিএ