বাসস বিদেশ-৪ : সমালোচনার জবাবে ট্রাম্প : ওবামা ‘ভয়ঙ্কর’ নেতা ছিলেন

133

বাসস বিদেশ-৪
রাজনীতি-ভোট-ওবামা-ট্রাম্প
সমালোচনার জবাবে ট্রাম্প : ওবামা ‘ভয়ঙ্কর’ নেতা ছিলেন
ওয়াশিংটন, ২০ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দেয়ায় ওবামা ট্রাম্পকে একজন অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করার পর তিনি তার সমালোচনার জবাব দিলেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ওবামা একজন ‘অকার্যকর’ ও ‘ভয়ঙ্কর’ নেতা ছিলেন। খবর এএফপি’র।
ট্রাম্প বলেন, ‘তার আমাদেরকে রেখে যাওয়া এবং মুর্খতাপূর্ণ লেনদেন করার ভয়ঙ্কর চিত্র আমি দেখেছি।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা কোন ভাল কাজ করেননি। ট্রাম্প তার যুক্তি তুলে ধরে বলেন, প্রেসিডেন্ট ওবামা এবং বাইডেনের এমন কর্মকান্ডের কারণেই আমি এখানে এসেছি।’
উল্লেখ্য, ডেমোক্রেটিক কনভেনশনে দেয়া বক্তব্যে ওবামা ট্রাম্পের সমালোচনা কওে বলেন, ‘আন্তরিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ট্রাম্পকে কখনো যোগ্যতা প্রদর্শন করতে দেখা যায়নি।’
বাসস/এমএজেড/১৫১৫/জেহক