বাসস বিদেশ-৩ : রাজনৈতিক সংকট উত্তরণে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে কাজ করবে মালির বিরোধী জোট

181

বাসস বিদেশ-৩
মালি-অভ্যুত্থান-বিরোধীদল
রাজনৈতিক সংকট উত্তরণে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে কাজ করবে মালির বিরোধী জোট
বামাকো, ২০ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : মালির বিরোধী জোট দেশের রাজনৈতিক সংকট উত্তরণের বিষয়ে ক্ষমতা দখল করা সামরিক নেতাদের সঙ্গে বুধবার কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং তারা ‘জনগণের বিজয়’ উদযাপনে শুক্রবার গণ সমাবেশের ডাক দিয়েছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে বলা হয়, বিরোধী জোট এম৫-আরএএফপি জানায়, তারা নতুন নেতা ও সমর্থকদের সঙ্গে নিয়ে ‘রোডম্যাপ তৈরি’ নিয়ে সামরিক জান্তার সঙ্গে কাজ করবে।
জোটের নেতা চোগুয়েল মউগা সাংবাদিকদের বলেন, ‘আমরা মালির জনগণের বিজয় উদযাপনে রাজধানী বামাকোসহ দেশব্যাপী শুক্রবার দেশপ্রেমিকদের বিশাল সমাবেশের আয়োজন করবো।’
বাসস/এমএজেড/১৫০০/জেহক