যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর টিকা সবার জন্যে বাধ্যতামূলক করা হবে না : ফাউচি

319

ওয়াশিংটন, ২০ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে শীর্ষ সংক্রমক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি বলেছেন, সরকার কোভিড-১৯ এর ভবিষ্যত টিকা সাধারণ জনগণের জন্যে বাধ্যতামূলক করবে না।
যদিও স্থানীয় কর্তৃপক্ষ শিশুদের মতো কিছু গ্রুপের জন্যে টিকা বাধ্যতামূলক করতে পারে।
বুধবার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি আয়োজিত এক ভিডিও আলোচনায় করোনা বিষয়ক হোয়াইট হাউস টাস্ক ফোর্সের সদস্য ফাউচি আরো বলেন, টিকা নেয়ার জন্যে কাউকে বাধ্য করা যাবে না। আমরা এটা কখনও করবো না।
তিনি বলেন, স্বাস্থ্যকর্মীর মতো নির্র্দিষ্ট কিছু গ্রুপের জন্যে টিকা বাধ্যতামূলক করা যেতে পারে। কিন্তু সাধারণ মানুষদের জন্যে নয়।
এদিকে, ফাউচির মন্তব্যের কয়েক ঘন্টা আগে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনার টিকা তার দেশের সকলের জন্যে বাধ্যতামূলক করার ঘোষণা দেন।
কিন্তু ফাউচি বলেন, ‘এটি অপ্রয়োযোগ্য এবং যথাযথ নয়।’