করোনায় মারা গেলেন ক্রিকেটার মোশাররফের বাবা

255

ঢাকা, ১৯ আগস্ট ২০২০ (বাসস) : মরনঘাতি ভাইরাস করোনায় আক্রন্ত হয়ে মঙ্গলবার রাতে মারা গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
করোনায় আক্রান্ত হলে গত ৩ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল মহিউদ্দিনকে। বাঁ-হাতি স্পিনার রুবেলর দেহেও ধরা পড়ে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমন। তিনি করোনা মুক্ত হয়েছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন তার পিতা।
গত বছর ৩৮ বছর বয়সি এই স্পিনারের ব্রেইন টিউমার ধরা পড়ে। সিঙ্গাপুরে চার মাসের চিকিৎসায় সুস্থ হন রুবেল। বর্তমানে জাতীয় দলে ঠাই না পেলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলোয়াড় তিনি।
২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হয় রুবেলের । তবে পারফর্মেন্সের দূর্বলতার কারণে বেশীদিন স্থায়ী হতে পারেননি। দীর্ঘ আট বছর পর ফের জাতীয় দলে ফিরে আসেন এই স্পিনার। সেবারও স্থায়ী আসন গাড়তে ব্যর্থ হন তিনি। ব্রেইন টিউমার থেকে মুক্তি পাবার পর ঘরোয়া লীগে নিয়মিত খেলে যাচ্ছেন রুবেল।