বাসস বিদেশ-২ : ফিলিস্তিনের প্রতিবাদী কিশোরী তামিমীকে মুক্তি দিয়েছে ইসরাইল

188

বাসস বিদেশ-২
আহেদ-তামিমী
ফিলিস্তিনের প্রতিবাদী কিশোরী তামিমীকে মুক্তি দিয়েছে ইসরাইল
জেরুজালেম, ২৯ জুলাই, ২০১৮ (বাসস-ডেস্ক) : ফিলিস্তিনের প্রতিবাদী কিশোরী আহেদ তামিমীকে ৮ মাস কারা ভোগের পর রোববার ইসরাইলী জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। ইসরাইলী সেনাকে চর মারার দায়ে তাকে আটক করা হয়েছিলো। তার এই প্রতিবাদী ভূমিকার ভিডিও প্রকাশের পরে তামিমী ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হন। কারা কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ কথা জানান।
ইসরাইলী কর্তপক্ষ ১৭ বছরের কিশোরী তামিমী এবং একই ঘটনায় কারাভোগকারী তার মাকে ইসরাইলের কারাগার থেকে দখলীকৃত পশ্চিম তীরের একটি চেক পয়েন্টে পৌঁছে দিয়েছে। সেখান থেকে তামিমী রামাল্লার কাছে তাদের নবী সালেহ গ্রামে যাবেন।
বাসস/এএফপি/রপা/এমএবি/১২২০/-এমএসআই