আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

273

ঢাকা, ১৯ আগস্ট, ২০২০ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটিইউ’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানার বিনুকদিয়া মাঝিকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৪টি বই উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম, মো. সালাহউদ্দিন (২৬)। তার গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার রামকান্তপুর গ্রামে।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এটিইউ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. সালাহউদ্দিন ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইনে প্রচারণা করে আসছিলেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল সালাউদ্দিন।