বাসস বিদেশ-৪ : মালিতে সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্টের পদত্যাগ ঘোষণা

136

বাসস বিদেশ-৪
মালি-সংঘাত-অস্থিরতা
মালিতে সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্টের পদত্যাগ ঘোষণা
বামাকা, ১৯ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : মালির প্রেসিডেন্ট বৌবাকার কিতার পদত্যাগের ঘোষণা বুধবার সকালেই তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
বিদ্রোহী সৈন্যরা সামরিক অভ্যুত্থান ঘটানোর একদিন পর তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ৭৫ বছর বয়সী এ প্রেসিডেন্ট বলেন, সরকার ও মালির জাতীয় পরিষদ দু’টোই ভেঙ্গে দেয়া হবে।
কিতা বলেন, ‘এই বিশেষ মুহূর্তে আমি আমার দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা আপনাদের জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকালে আমার প্রতি দেশের জনগণের সমর্থন ও তাদের উষ্ণ ভালবাসার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
বিদ্রোহী সৈন্যরা মঙ্গলবার কিতা ও তার প্রধানমন্ত্রী বৌবৌকে বন্দি করার পর এমন ঘোষণা দেয়া হলো।
মালিতে মাসের পর মাস ধরে রাজনৈতিক উত্তেজনা এবং কিছু সময় ধরে ব্যাপক বিক্ষোভ চলার পর এ সামরিক অভ্যুত্থান ঘটানো হয়।
বাসস/এমএজেড/১১৩০/-জেহক