বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে খুন করার চেষ্টা হয়েছিল : মোস্তাফা জব্বার

277

ঢাকা, ১৮ আগস্ট, ২০২০ (বাসস) : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
‘বাঙালি জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি যে ঘাতকরা বাংলাদেশকে হত্যা করতে পারেনি’ একথা উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করে তাঁকে আরও শক্তিশালী করেছেন, বিষয়টি প্রমাণিত।
মন্ত্রী বলেন, ‘খুনী মাজেদের স্বীকারোক্তি অনুসারে আজ প্রমাণিত- জাতির পিতাকে সপরিবারে খুনের ষড়যন্ত্রকারীদের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। এই জিয়া কেবল খুনী নয়-পাকিস্তানের এজেন্ট। ক্যাপ্টেন মাজেদ তার জবানবন্দীতে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। পঁচাত্তরে শেখ হাসিনা দেশে থাকলে আমরা আজকের এই বাংলাদেশ পেতাম না।’
মোস্তাফা জব্বার আজ রাজধানীর সচিবালয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে ওয়েবিনারে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান জহিরুল হক, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসেন ও সেলিমা সুলতানা, যুগ্ন-সচিব মো. জেহসান ইসলাম, বিটিসিএল’র ব্যাবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এবং ডট মহাপরিচালক মহসীনুল আলম প্রমূখ বক্তৃতা করেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংস্থাগুলোর কর্মকর্তা – কর্মচারিরা সরাসরি বা অন-লাইনে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ১৯৪৭ সালের পর বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু তাঁর সুপরিকল্পিত চিন্তাধারায় ২৩ বছরের কঠিন পথ অতিক্রম করেছেন। তিনি (বঙ্গবন্ধু) স্বাধীনতা অর্জনে জনযুদ্ধ কৌশল প্রয়োগ করেছিলেন। মোস্তাফা জব্বার বলেন, ‘এদেশের মায়েরা যুদ্ধের সময় তাদের আপন সন্তানের মতো আমাদের খাবার দিয়েছেন। তারা নিজেরা গোয়াল ঘরে থেকে তাদের শোবার ঘরে আমাদেরকে আশ্রয় দিয়েছেন এবং অস্ত্র লুকিয়ে রেখেছেন। বাংলার মায়েরা বঙ্গবন্ধুর জন্য রোজা রেখেছেন, দোয়া করেছেন । এটাই ছিলো বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের লড়াইয়ের বড় অর্জন।’