বাসস ক্রীড়া-১৫ : লিভারপুলের দায়িত্ব শেষ করে অবসরে যেতে পারেন ক্লপ

142

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-লিভারপুল-ক্লপ
লিভারপুলের দায়িত্ব শেষ করে অবসরে যেতে পারেন ক্লপ
লন্ডন, ১৮ আগস্ট ২০২০ (বাসস/এএফপি): আগামী ২০২৪ সালে লিভারপুলের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবার পর ফুটবল থেকে সরে যেতে পারেন কোচ জার্গেন ক্লপ। ২০১৫ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ার পর এক বছরের জন্য বিশ্রামে যেতে চেয়েছিলেন ৫৩ বছর বয়সি এই কোচ। কিন্তু ব্রেন্ডন রজার্সের পরিবর্তিত হিসেবে যোগ দেয়ার জন্য লিভারপুলের ডাক পাবার পর সেটি আর হয়ে উঠেনি।
এরপর থেকেই লিভারপুল মিশনে নেমে পড়েন ক্লপ। দলটিকে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা পাইয়ে দেয়ার পর এ মৌসুমে ৩০ বছরের প্রিমিয়ার লীগ শিরোপা না পাওয়ার হাতাশা থেকেও মুক্তি এনে দিয়েছেন।
জার্মান ওয়েবসাইট স্পোর্টসবাজকে দেয়া সাক্ষাৎকারে ক্লপ বরেছেন, ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হবার পর অন্তত এক বছর বিশ্রাম করবেন তিনি। এরপর ভাববেন তিনি কি করবেন। ক্লপ বলেন, ‘আমি এক বছরের জন্য বিশ্রামে চলে যাব। এরপর নিজেকে জিজ্ঞেস করব আমি কী আদৌ ফুটবল মিস করছি কি না। উত্তর যদি ”না” হয়, তাহলে কোচ জার্গেন ক্লপের সমাপ্তি হবে সেখানেই। যখন আমি কোচ থাকব না, তখন অন্তত একটা জিনিস আমি কখনো মিস করব না, সেটা হলো ম্যাচের আগে প্রচন্ড চিন্তা করা। বিষয়টি হাসির নয়।’
দীর্ঘ ৩০ বছর পর লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা এনে দেয়া ক্লপ বলেন, আরো শিরোপার জন্য মুখিয়ে আছে নতুন চ্যাম্পিয়নরা। আমরা সবে জিততে শুরু করেছি। আমরা কোন শিরোপা হাতছাড়া করতে চাই না। আমরা নতুন আরো ট্রফি জয় করতে চাই।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯৩৬/স্বব