তামিমের বহু রেকর্ড

292

বাসেটেরেতে, ২৯ জুলাই, ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১০৩ রান করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে এটি ছিলো দ্বিতীয় সেঞ্চুরি। তিন ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে সর্বমোট ২৮৭ রান করলেন তামিম। ফলে রেকর্ড বইয়ে নাম তুললেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে সফরকারী দলের কোন খেলোয়াড়ের ৩ ম্যাচের সিরিজে এটিই সবচেয়ে বেশি রান। এর আগের রেকর্ডটি ছিলো অস্ট্রেলিয়ার ড্যারেন লেহম্যানের। ২০০৩ সালে তিন ম্যাচের সিরিজে ২০৫ রান করেছিলেন লেহম্যান।
এছাড়া দেশের বাইরে দ্বিপক্ষীয় বাংলাদেশের হয়ে তিন ম্যাচের সিরিজে সবচেয়ে রান করার রেকর্ড গড়েছেন তামিম। এক্ষেত্রে এই তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন সাকিব আল হাসান। চলতি সিরিজে ৩ ম্যাচে ১৯০ রান করেছেন সাকিব। এটিই দ্বিতীয় সর্বোচ্চ।
এবারের সিরিজে দু’টি সেঞ্চুরি করেছেন তামিম। এর আগেও দ্বিপক্ষীয় সিরিজে দু’টি সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১৫ সালে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দু’ওয়ানডেতে ১৩২ ও অপরাজিত ১১৬ রান করেছিলেন তামিম।