বাসস ক্রীড়া-৯ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের দলে মুস্তাফিজুর

173

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বাংলাদেশ-টি-২০ দল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের দলে মুস্তাফিজুর
ঢাকা, ২৯ জুলাই, ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের টি-২০ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-২০ দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চলতি বছরের মার্চে শ্রীলংকার মাটিতে নিদাহাস ট্রফিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে টি-২০তে খেলেছিলেন তিনি। এরপর ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরির কারনে খেলেননি মুস্তাফিজ।
এছাড়া দলে রাখা হয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আয়ারল্যান্ড উড়ে যাবেন তিনি। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন সৌম্য।
ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা আবুল হাসান ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পাননি।
৩১ জুলাই সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-২০। এরপর ৪ ও ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে সিরিজের বাকি দুই টি-২০।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহী ও আরিফুল হক।
বাসস/এএমটি/১০৫০/স্বব