বাসস দেশ-৩২ : ইসির ৭৯ কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত

115

বাসস দেশ-৩২
ইসি-করোনা
ইসির ৭৯ কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত
ঢাকা, ১৮ আগস্ট, ২০২০ (বাসস) : নির্বাচন কমিশন সচিবালয় ও এর মাঠ পর্যায়ের ৭৯ কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামও রয়েছেন।
ইসি সচিবালয়ের সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়েছে।
তিনি জানান, নির্বাচন কমিশনে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ৫৮ জন রাজস্ব খাতের। বাকি ২১ জন আউটসোর্সিং খাতের।
করোনা আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা হোম কোয়ারেন্টিনে আছেন।
করোনা আক্রান্ত স্ত্রী ও এক মেয়েসহ মোহাম্মদ সাইদুল ইসলামও বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন।
বাসস/সবি/এমএসএইচ/১৮২৬/এএএ