বাসস ক্রীড়া-৭ : বর্ণবাদী বিতর্কে জড়ানো যুব দলের কোচকে বরখাস্ত করল বায়ার্ন মিউনিখ

132

বাসস ক্রীড়া-৭
ফুটবল-জার্মানি-বায়ার্ন-বর্ণবাদ
বর্ণবাদী বিতর্কে জড়ানো যুব দলের কোচকে বরখাস্ত করল বায়ার্ন মিউনিখ
মিউনিখ (জার্মানি), ১৮ আগস্ট ২০২০ (বাসস/এএফপি) : বর্ণবাদী ঘটনায় পুলিশি জেড়ার মুখোমুখি হওয়া যুব একাডেমির এক কোচকে বরখাস্ত করেছে চ্যাম্পিয়ন্স লীগের সেমি-ফাইনালে লিঁও’র মুখোমুখি হতে যাওয়া জার্মান লীগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
সোমবার রাতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বায়ার্ন মিউনিখ কোচের নাম প্রকাশ না করে জানায়, দুই পক্ষের সম্মতিতেই ওই কোচের চুক্তি বাতিল করা হয়েছে। এতে আরো বলা হয় যে বর্তমানে চলমান অভ্যন্তরীন জরীপের প্রাথমিক ফলাফল হচ্ছে এই ঘটনা।’
গত সপ্তাহে অবশ্য বায়ার্নের বস কার্ল হেইঞ্জ রুমিনেগি বলেছিলেন, ওই অভিযোগটি শুনে তিনি ‘ক্ষুব্ধ’ হয়ে উঠেছিলেন।
জার্মানির গণমাধ্যমের রিপোর্টে বলা হয়,‘ একাধিক বার্তায় বর্ণবাদী ও বৈষম্য মুলক আচরণের জন্য এই কোচকে অভিযুক্ত করা হলেও প্রথমে তিনি তা অস্বীকার করেছিলেন। পরে অবশ্য বিষয়টি স্বীকার করেছেন তিনি।’
২০০৩ সাল থেকেই যুব দলটির কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০০৬ সাল থেকে শিশু ও যুব দলের দায়িত্ব পান তিনি।
স্পিজেলের রিপোর্টে বলা হয়, তিনি গায়ের রং, জাতীয়তা, ধর্ম ও যৌন দৃস্টিভঙ্গির ভিত্তিতে বৈষম্যমুলক মন্তব্য করেছিলেন।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪৫/স্বব