বাসস ক্রীড়া-৫ : ধোনিকে ‘সাদা বলের রাজা’ বললেন শাস্ত্রি

127

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-শাস্ত্রি
ধোনিকে ‘সাদা বলের রাজা’ বললেন শাস্ত্রি
নয়া দিল্লি, ১৮ আগস্ট ২০২০ (বাসস) : মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ‘সাদা বলের রাজা’ হিসেবে অভিহিত বলেছেন দেশটির সাবেক তারকা ও বর্তমান কোচ রবি শাস্ত্রি। গেল শনিবার হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। যার নেতৃত্বেই আইসিসির দু’টি বিশ্বকাপ ট্রফি ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে ভারত। এমনকি ধোনির অধিনায়কত্বে টেস্ট র‌্যাংকিংএ প্রথমবারের মত শীর্ষেও উঠেছিলো ভারত। ধোনির এমন সব সাফল্যের বন্দনা এখনো চলছে ক্রিকেট বিশ্বে। তবে ধোনিকে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের রাজা বলে অভিহিত করলেন ভারতের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রি।
২০১৭ সাল থেকে ভারতের কোচের দায়িত্ব পাওয়া শাস্ত্রি বলেনন, ‘আমার মতে, ভারতীয় ক্রিকেটে কারও চেয়ে পিছিয়ে নেই ধোনি। দারুন সব অর্জন রয়েছে ধোনির। ব্যাটসম্যান বা উইকেটরক্ষক হিসেবে তো আছেই, সবচেয়ে বেশি অবাক করার মত হলো, তার অধিনায়কত্বের অর্জন। অধিনায়ক হিসেবে সব ট্রফিই সে জিতেছে। দু’টো বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগও সে জিতেছে। ট্রফি জয়ের এই সাফল্যের হার বিশ্বের কোনও অধিনায়কের আছে বলে আমার মনে হয় না।’
২০০৭ সালে ভারতের অধিনায়ক হন ধোনি। এরপর তরুন খেলোয়াড়দের নিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েই অধিনায়ক হিসেবে প্রথম বড় আসরেই বাজিমাত করেন ধোনি। চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ভারত।
এরপর টেস্ট অধিনায়কত্বও পান ধোনি। ২০০৯ সালে ধোনির নেতৃত্বে টেস্ট র‌্যাংকিং শীর্ষ দল হয় ভারত। দু’বছর বাদে দেশের মাটিতে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয়ের বড় চ্যালেঞ্জ ছিলো ধোনির সামনে। কারন ১৯৮৩ সালে প্রথম ও সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো ভারত। আর ২০১১ বিশ্বকাপটি ছিলো ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের শেষ আইসিসি টুর্নামেন্ট। বিশ্বসেরা খেলোয়াড় হয়েও বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারেননি। শেষ পর্যন্ত টেন্ডুলকারের আশা পূরণ হয় ধোনির নেতৃত্বেই। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। বিশ্ব ক্রিকেটের বড় তারকা হয়ে বিশ্বকাপ ছুয়ে দেখার সৌভাগ্য হয় টেন্ডুলকারের।
আবারো দু’বছর বাদে, অর্থাৎ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধোনির নেতৃত্বেই জিতে ভারত। ২০০৭ সালের পর থেকে দু’বছর অন্তর-অন্তর, ভারতকে বড়-বড় সাফল্য এনে দিয়েছেন ধোনি।
ধোনির এমন সাফল্যের প্রশংসায় শাস্ত্রি বলেন, ‘সাদা বলের ক্রিকেট হল ধোনি ক্রিকেট। এই দুই ফরম্যাটে তার চেয়ে বড় কেউ নেই। ধোনি হলো কিং অফ হোয়াইট বল। অসামান্য জীবন দর্শন তার। ক্রিকেটে আসলো, খেললো, আনন্দ দিল, সাফল্যকে নিজের করলো, চলে গেল। যেভাবে সে ক্রিকেট খেলেছে, তার প্রতি সকলের শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। অধিনায়ক হিসেবে ধোনির সামনে কি কাউকে বসানো সম্ভব? আমি মনে করি না।’
ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে ধোনিকে রাখলেন শাস্ত্রি। তিনি বলেন, ‘আমার কাছে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে গাভাস্কার-কপিল-টেন্ডুলকারের সাথে আমি ধোনিকে রাখবো। ধোনি কারও থেকেই কম নয়। কারও থেকে পিছিয়ে রাখা যাবে না তাকে।’ ধোনি হলো পূর্ব আকাশে ওঠা এক উজ্জ্বলতম সূর্য। যা সারা ক্রিকেট বিশ্বকে আলোকিত করে গেল।’
বাসস/এএমটি/১৭৪১/স্বব