লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী হরিরি হত্যার বিচারের রায়

200

বৈরুত, ১৮ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : জাতিসংঘ-সমর্থিত এক আদালত মঙ্গলবার ২০০৫ সালে বৈরুতে গাড়ি বোমা হামলায় লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যায় চার সন্দেহভাজন হিজবুল্লাহ সদস্যের বিরুদ্ধে রায় দিয়েছে।
তবে লেবাননের শিয়া আন্দোলন নেদারল্যান্ডস-ভিত্তিক বিশেষ ট্রাইব্যুনাল ফর লেবানন (এসটিএল)-এর এ রায় নাকোচ করেছে এবং এসটিএল কর্তৃক আসামিদের বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ অগ্রহ্য করে তাদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।
১৪ আগস্ট হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহ বলেছেন, তার সংগঠন রায়টিকে অগ্রাহ্য করবে।
২০০৫ সালে ভ্যালেন্টাইনস ডে-তে মধ্যাহ্ন ভোজের উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার সময় হরিরির সাঁজোয়া বহরে একটি বড় ধরণের বোমা নিক্ষেপ করা হলে তিনি ও তাঁর সাত দেহরক্ষীসহ ২১ জন নিহত এবং অন্তত ২২৬ জন আহত হয়।