টাইফুন হিগোসের প্রভাবে চীনে প্রবল বর্ষণের আশংকা

192

হাইকু, ১৮ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক): চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন হিগোসের প্রভাবে প্রবল বর্ষণ হতে পারে। দক্ষিণ চীন সাগরে ক্রান্তীয় নি¤œচাপ ঘনীভূত হয়ে মঙ্গলবার টাইফুনে রূপ নিয়েছে। হাইনান প্রদেশের আবহাওয়া অফিস একথা জানায়।
বুধবার টাইফুনটি উপকূলীয় গুয়াংডং থেকে হাইনানের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানতে পারে। বুধবার থেকে এসব এলাকায় প্রবল বৃষ্টি হবে বলে আবহাওয়ার দপ্তর সতর্ক করেছে।
হাইনানের জরুরি ব্যবস্থাপনা দপ্তর ঘুর্ণিঝড়ের কারণে সতর্কতা জারি করে মাছধরার নৌকা ও অন্যান্য জাহাজকে তীরে ফিরে আসার নির্দেশ দিয়েছে।