বাজিস-৫ : চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

151

বাজিস-৫
চাঁদপুর-বৃষ্টি
চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
চাঁদপুর, ১৮ আগস্ট ,২০২০( বাসস): জেলায় গত ২৪ ঘন্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা অন্য দিনের তুলনায় অনেক বেশী। সোমবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে সোমবার রাতে একাধিকবার বৃষ্টি এবং শেষ রাতে মুষলধারে বৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় বৃষ্টিপাত রেকর্ডের পরিমাণের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা আবহাওয়া কর্মকর্তা শাহ্ মো. শোয়েব।
তিনি বলেন সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুরে মোট ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ আবহাওয়া সংবাদে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বাসস/সংবাদদাতা/১২৫৫/-নূসী