বাসস বিদেশ-৫ : প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বিজ্ঞানে বিশ্বাসী হবেন: মিশেল ওবামা

112

বাসস বিদেশ-৫
বাইডেন -মিশেল ওবামা
প্রেসিডেন্ট হিসেবে বাইডেন বিজ্ঞানে বিশ্বাসী হবেন: মিশেল ওবামা
মিলওয়েকি, ১৮ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হলে সত্য বলবেন এবং বিজ্ঞান বিশ্বাস করবেন।
ডেমোক্রেট দলের ভার্চুয়াল কনভেনশনে সোমবার বক্তব্যকালে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এ কথা বলেন।
উইসকনসিনের মিলওয়েকিতে ডেমোক্রেট দলের চারদিনের এই কনভেনশন করোনা ভাইরাসের কারণে পুরোপুরি অনলাইনভিত্তিক করা হয়েছে। এ কনভেনশনেই জো বাইডেনকে(৭৭) প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হবে।
মিশেল ওবামা বলেন, আমি জো বাইডেনকে জানি। তিনি বিশ্বাসের দ্বারা পরিচালিত গভীর পরিশীলিত একজন মানুষ।
মিশেল আরো বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, মহামারি প্রতিরোধ এবং দেশকে এগিয়ে নিতে কি করা দরকার বাইডেন তা জানেন।
মিশেল বলেন, তিনি সত্য বলবেন এবং বিজ্ঞানে বিশ্বাসী হবেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করেই উইসকনসিন ও প্রতিবেশী মিনেসোটায় নির্বাচনী প্রচারণার জন্যে সমাবেশ করছেন।
এসব সমাবেশে তিনি জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের তীব্র সমালোচনাও করে যাচ্ছেন।
তিনি বলছেন, নির্বাচনে জালিয়াতি হলেই কেবল তিনি হেরে যাবেন।
ডেমাক্রেট দলের কনভেনশনে মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন বক্তব্য রাখবেন। বারাক ওবামা বক্তব্য রাখবেন বুধবার।
বাসস/জুনা/১২৪০/জেহক