বাসস বিদেশ-১ : কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ ঘোষণা

136

বাসস বিদেশ-১
কানাডা-রাজনীতি
কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ ঘোষণা
অটোয়া, ১৮ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): কানাডার অর্থমন্ত্রী বিল মর্নিয়াউ সোমবার তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মহামারি মোকাবেলার ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতপার্থক্য দেখা দেয়ার প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে মর্নিয়াউ বলেন, ‘মহামারি করোনাভাইরাস মোকাবেলায় আমাদের পরবর্তী ধাপের লড়াই চলায় এবং দেশের আর্থিক ক্ষতি কাটিয়ে এগিয়ে যেতে এ বিষয়ে নতুন একজন অর্থমন্ত্রীর দীর্ঘ এবং চ্যালেঞ্জিং পথে অগ্রসরের পরিকল্পনা প্রনয়নের এখন সঠিক সময়। এক্ষেত্রে আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে
এটা বাস্তবায়নে অনেক সময় লাগবে।’
তিনি বলেন, ‘এ কারণে আমি অর্থমন্ত্রীর এবং পার্লামেন্ট সদস্যের পদ থেকে ইস্তেফা দিতে যাচ্ছি।’
বাসস/এমএজেড/১১০০/-জেহক