বাসস ক্রীড়া-১০ : তামিমের সেঞ্চুরি ও মাহমুদুল্লাহ’র হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০১ রান

672

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
তামিমের সেঞ্চুরি ও মাহমুদুল্লাহ’র হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০১ রান
বাসেটেরেতে, ২৮ জুলাই, ২০১৮ (বাসস) : ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০১ রান করেছে সফরকারী বাংলাদেশ।
বাসেটেরেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার হিসেবে খেলতে নেমে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির স্বাদ নেন তামিম। শেষ পর্যন্ত ১২৪ বল মোকাবেলা করে সাতটি চার ও দুইটি ছক্কায় ১০৩ রান করে আউট হন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ ৪৯ বলে অপরাজিত ৬৭, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২৫ বলে ৩৬, সাকিব আল হাসান ৪৪ বলে ৩৭, মুশফিকুর রহিম ১৪ বলে ১২, সাব্বির রহমান ৯ বলে ১২, এনামুল হক বিজয় ৩১ বলে ১০ রান ও মোসাদ্দেক হোসেন ৫ বলে অপরাজিত ১১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স ২টি করে উইকেট নেন।
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৩০১/৬, ৫০ ওভার (তামিম ১০৩, মাহমুুদুল্লাহ ৬৭*, নার্স ২/৫৩)।
বাসস/এএমটি/২৩১০/স্বব