প্রণব মুখার্জির অবস্থা আগের চেয়ে ভালো : অভিজিৎ মুখার্জি

247

নয়া দিল্লী, ১৬ আগস্ট, ২০২০ (বাসস) : ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আগের তুলনায় ‘অনেক ভালো এবং স্থিতিশীল’ এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
গতকাল হাসপাতালে অসুস্থ বাবার সঙ্গে দেখা করতে গিয়ে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি আজ টুইট করেন, ‘ঈশ্বরের কৃপা এবং আপনাদের সকল শুভ কামনায়, তিনি আগের চেয়ে অনেক ভালো এবং স্থিতিশীল।
তিনি বলেন তার চিকিৎসার সমস্ত গুরুত্বপূর্ণ সূচক স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
তিনি টুইট বলেন, ‘আমরা পরিবারের সদস্যরা বিশ্বাস করি তিনি শিগগিরই আমাদের মধ্যে ফিরে আসবেন।’
৮৪ বছর বয়সী প্রণব মুখার্জিকে ১০ আগস্ট সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মস্তিষ্কে রক্ত জমাট আপসারনে অস্ত্রোপচার করা হয়। এছাড়াও তিনি কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ হন।