বাসস ক্রীড়া-১৭ : আরচারির ক্যাম্পে রিপোর্ট করলেন আট আরচ্যার

124

বাসস ক্রীড়া-১৭
আরচ্যারি-ক্যাম্প
আরচারির ক্যাম্পে রিপোর্ট করলেন আট আরচ্যার
ঢাকা, ১৬ আগস্ট ২০২০ (বাসস) : রিকার্ভ পুরুষ বিভাগে আট আরচার আজ প্রথম ধাপে অনুশীলনের জন্য প্রধান কোচ মার্টিন ফ্রেড্রিকের কাছে টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রিপোর্ট করেছেন।
বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল আজ বাসসকে বলেন,‘ প্রথম ব্যাচে আজ আটজন আরচার রিপোর্ট করেছেন। আগামী ২২ আগস্ট দ্বিতীয় ব্যাচে রিপোর্ট করবে আরো ছয় আরচার।’
ক্যাম্পের জন্য ডাক পাওয়া তীরন্দাজরা এখন ওরিন্টেশনে রয়েছেন। ক্যাম্পের আগে সবার কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামুলক। আগামী সপ্তাহ থেকে শুরু হবে ক্যাম্প। এর আগে সবাইকে কোয়ারেন্টাইন কাটাতে হবে বলে জানান চপল।
ক্যাম্পের জন্য ডাক পাওয়ার আরচাররা হলেন,‘ মোহাম্মদ রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, ইমদাদুল হক মিলন, সাকিব মোল্লা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, আব্দুর রহমান, প্রদিপ্ত চাকমা, মোসাম্মাৎ ইতি খাতুন, বিউটি রায়, মনি রানি সরকার, দিয়া সিদ্দিকি, অসিম কুমার দাস, মোহাম্মদ আশিকুজ্জামান, সিয়াম সিদ্দিক, আসিফ মাহমুদ, বন্যা আক্তার ও সুমা বিশ^াস।
বাসস/এমএইচসি/২০১১/স্বব