খ্যাতিমান চিত্রশিল্পী মর্তুজা বশিরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

199

ঢাকা, ১৫ আগস্ট, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশিরের মৃত্যুতে গভীর ও দুঃখ শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মুর্তজা বশিরের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আবদুল হামিদ বলেন, ‘তার সৃষ্টি ও কর্ম তরুণ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
রাষ্ট্রপতি মরহুম মুর্তজা বশিরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান মর্তুজা বশির করোনায় আকান্ত হয়ে আজ সকালে রাজধানীর এভাকেয়ার (সাবেক এপোলো) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এছাড়া তিনি ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৮৮বছর।