বাসস দেশ-৮ : বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

140

বাসস দেশ-৮
কাদের-শোক
বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
ঢাকা, ১৫ আগস্ট, ২০২০ (বাসস) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, কবি, গবেষক ও ঔপন্যাসিক ছিলেন। চিত্রশিল্পে তিনি দেশীয় রীতির একটি স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুিক্তযুদ্ধ ও ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাঙালির অধিকার প্রতিষ্ঠার সকল সংগ্রামে মুর্তজা বশীর অগ্রণী ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, মুর্তজা বশীর আজ শনিবার সকাল ৯ টা ১০ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাসস/সবি/বিকেডি/১২৩০/-অমি