বাসস দেশ-৭ : চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

132

বাসস দেশ-৭
শোক – খালিদ
চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা ,১৫ আগস্ট, ২০২০(বাসস) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি বলেন, উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ’র পুত্র মুর্তজা বশীর ছোটবেলা থেকে স্বীয় কর্ম ও গুণে পরিচিত হতে চেয়েছিলেন। তিনি বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ। মুর্তজা বশীর পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। শুধু রং তুলি নয়, এমনকি সাহিত্য ও চলচ্চিত্র অঙ্গনেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
কে এম খালিদ বলেন, তিনি তাঁর জীবন ও কর্মের মাধ্যমে দেশ ও জাতিকে আলোকিত করেছেন। তাঁর মৃত্যু দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে শিল্প-সংস্কৃতিপ্রেমী মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।
চিত্রশিল্পী মুর্তজা বশীর আজ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
বাসস/সবি/কেসি/১২২৫/-অমি