১৫ আগস্টের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

396

ঢাকা, ১৪ আগস্ট, ২০২০ (বাসস) : জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৫ আগস্ট শহীদদের স্মরণে নাট্য ও চলচ্চিত্র অঙ্গণের খ্যাতিমান শিল্পীবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলন করে বঙ্গবন্ধুরসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে সেখানে সংক্ষপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
এছাড়াও এ সময়ে আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী, নাট্যশিল্পী তারিন জাহান, চিত্রনায়িকা শাহনুর, কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীসহ চলচ্চিত্র ও নাট্য শিল্পীরা বক্তব্র রাখেন।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারের দাবি জানান।