পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় দু’জন ৬ দিনের রিমান্ডে

137

ঢাকা, ১৪ আগস্ট, ২০২০ (বাসস) : রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত জামাল ও এনামুনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পল্লবী থানায় বিস্ফোরণ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া তাদের ৬দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে বৃহস্পতিবার তাদের আটক করে পুলিশ।
উল্লেখ্য, ২৯ জুলাই সকালে পল্লবী থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।
তারা হলেন, ইন্সপেক্টর অপারেশন ইমরান, উপ-পরিদর্শক (এসআই) সজীব খান, শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) রুমি, শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) অঙ্কুশ। এছাড়া রিয়াজ নামে একজন অফিস স্টাফ আহত হন।
পুলিশ জানায়, ২৯ জুলাই ভোরে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ভারী বস্তুসহ তিন আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়। ভোরে পরিদর্শকের কক্ষে ডিজিটাল ওয়েট মেশিনের মতো দেখতে ভারী বস্তুটি তল্লাশি করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় পল্লবী থানায় বিস্ফোরন ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়।