বাসস ক্রীড়া-৭ : এন্ডারসনকে মোকাবেলাটাই মূল বিষয় হবে : ম্যাকগ্রা

134

বাসস ক্রীড়া-৭
ভারত-ম্যাকগ্রা
এন্ডারসনকে মোকাবেলাটাই মূল বিষয় হবে : ম্যাকগ্রা
চেন্নাই, ২৮ জুলাই, ২০১৮ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পেসার জেমস এন্ডারসনকে মোকাবেলার ওপড়ই ভারতের জয় পরাজয় নির্ভর করবে বলে মনে করছেন পেস লিজেন্ড অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা।
সাংবাদিকদের ম্যাকগ্রা বলেন, ‘এ সিরিজে এন্ডারসন একজন বড় খেলোয়াড় হতে যাচ্ছেন। ইংলিশ কন্ডিশনে তার সুইং ভারতীয় ব্যাটসম্যানরা কিভাবে মোকাবেলা করে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তারা এন্ডারসনকে পরাস্ত করতে পারলে সেটা তাদের জন্য বড় পার্থক্য গড়ে দেবে। আমি মনে করি ভারতীয় ব্যাটসম্যানদের মাথাব্যাথার মূল ব্যক্তি হবেন এন্ডারসন।’
এমআরএফ পেস ফাউন্ডেশনে কোচিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ান এ সাবেক পেসার বলেন, যদিও বর্তমান সময়ে ভারতীয় বোলাররা ভাল করছেন তথাপি তাদের ব্যাটিংই শক্তিশালী।
তিনি আরো বলেন, ‘সিরিজটি খুবই চমৎকার হবে। আমি মনে করি ইংল্যান্ডে শুরুটা সত্যিই ভাল করেছে, অবশ্যই সেটা ওয়ানডে ও টি-২০তে। তবে সব সময়ই তাদের ব্যাটিং লাইন আপটা শক্তিশালী। কিন্তু সদ্যই বুমরাহ এবং ভুবনেশ্বরের ইনজুরিতে পড়েছেন। তাদের বোলিং লাইনআপটা এবং কে সেরা একাদশে থাকে এবং দায়িত্ব কাঁধে তুলে নেয় সেটা দেখার বিষয়।
‘সাম্প্রতিক সময়ে তারা ভাল বোলিং করছে। ইনজুরি থাকলে কিছুটা কঠিন হতে পারে। তবে তাদের মূল শক্তি ব্যাটিং।’
তিনি বলেন, যদিও ভারতের স্পিনাররা ভাল করছে এবং ইংল্যান্ডে একটা ভাল ভুমিকা রাখবে। তবে মূল ভূমিকা রাখতে হবে ফাস্ট বোলারদের।
ম্যাকগ্রা বলেন, ‘ ভারতের পক্ষে স্পিনাররা সব সময়ই ভাল করছে। শেন ওয়ার্ন এখানে বোলিং করতে পছন্দ করতেন। তিনি সব সময়ই বলতেন বল সিম করলে টার্ন করবেই। ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে ওয়ার্ন সাফল্য পেতেন। ইংল্যান্ডে সিরিজ জিততে হলে ভারতীয় বোলারদের জ্বলে উঠতে হবে।’
ভুবনেশ্বর কুমার ও বুমরাহ না থাকলে ভারতীয় বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়বে বলে উল্লেখ করেন ম্যাকগ্রা।
তিনি বলেন, ‘সেরা একাদশে বোলিং লাইন আপে দু’জন স্পিনার নিয়ে সেরা আক্রমণ হতে পারে। তাদের কোন দু’জন আছে আমি তা দেখতে আগ্রহী। পেস বোলিং বিভাগে উমেশ যাদব, ইশান্ত শর্মা এবং মোহাম্মদ সামিকে ব্যাক আপ হিসেবে থাকতে পারে। ভুবনেশ্বর ও বুমরাহ ছিটকে যাওয়ায় একটা বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। প্রথম টেস্ট সত্যিই খুব গুরুত্বপূর্ণ হবে।’
কোহলির বিষয়ে ম্যাকগ্রা বলেন ভারতীয় অধিনায়কের জন্য ইংল্যান্ডে ভাল স্কোর করার এটাই সময়।
তিনি বলেন, ‘ বিরাট প্রায় সব জায়গাই ভাল করেছে। তবে ইংল্যান্ডে.. নি:সন্দেহে সে একজন মানসম্মত, বিশ্ব মানের খেলোয়াড়। সব ধরনের শটই সে খেলতে পারে। সে পুরোপুরি একজন আক্রমণাত্মক খেলোয়াড়। সুতরাং ইংলিশ কন্ডিশনেও সে রান করতে পারে-প্রমাণের এটাই সময়।’
বাসস/স্বব/১৮২৫/মোজা/এএমটি