বাসস বিদেশ-৫ : আফগানিস্তানে ৪০০ তালেবান বন্দীর মুক্তি প্রদান শুরু

123

বাসস বিদেশ-৫
আফগান-তালেবান-মুক্তি
আফগানিস্তানে ৪০০ তালেবান বন্দীর মুক্তি প্রদান শুরু
কাবুল, ১৪ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): আফগান কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, তারা ৪০০ তালেবান বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে। এই বন্দিদের মুক্তি দানের বিষয়টি ছিল উভয় পক্ষের মধ্যে দীর্ঘকাল শান্তি আলোচনা শুরু করার ক্ষেত্রে চূড়ান্ত অন্তরায়। খবর এএফপি’র।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জাভিদ ফয়সাল টুইটার বার্তায় জানান, বৃহস্পতিবার ৮০ জন বন্দীর একটি দলকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ওই বার্তায় বলেছেন, ‘এদের মুক্তিদান সরাসরি আলোচনা ও দেশব্যাপী স্থায়ী যুদ্ধবিরতি প্রচেষ্টা ত্বরান্বিত করবে।’
আফগান ও বিদেশীদের হত্যা সহ বর্বর হামলার গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত ৪০০ বন্দিকে মুক্তি দিলে আন্ত:আফগান আলোচনার পথ সুগম হবে এবং এই মুক্তি মাধ্যমে কয়েক দিনের মধ্যেই আলোচনা শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাসস/ অনু- জেজেড/১৬৫০/-শআ