লক্ষ্মীপুরে ১৮৬টি ধর্মীয় প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ লাখ টাকার অনুদান

223

লক্ষ্মীপুর, ২৮ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার পৌর এলাকার মসজিদ-মন্দিরসহ ১৮৬টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট। চেকের মাধ্যমে ৩১ লাখ ৫০ হাজার টাকার এ অনুদান দেওয়া হয়।
শনিবার জেলা শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
মতবিনিময় সভায় পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ১৬৯ টি মসজিদ, ১৬টি মন্দির ও একটি গীর্জা রয়েছে। এসব প্রতিষ্ঠানে অনুদানের চেক দেওয়া হয়।
অধ্যক্ষ এম এ সাত্তার ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি।