জাতীয় শোক দিবসে বাংলা একাডেমির কর্মসূচি

206

ঢাকা, ১৪ আগষ্ট, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস।উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি।
একাডেমি ঘোষিত রকর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগস্ট শনিবার সকাল সাতটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা অর্ধনমিত রাখা। সকাল ১১ টায় বাংলা একাডেমির পক্ষ থেকে ধানমন্ডিস্থ ৩২নং সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
১৬ আগস্ট রোববার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। প্রধান অতিথির বক্তৃতা করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথির বক্তৃতা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন।
এতে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি পরিবেশন করবেন শাহাদাৎ হোসেন নিপু। অনুষ্ঠানে বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ উন্মোচন এবং অনুষ্ঠান প্রাঙ্গণে বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ প্রদর্শিত হবে। বেলা ১২ টায় বঙ্গবন্ধু স্মরণে বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ উদ্বোধন করা হবে।