‘১৯৭৫ পরবর্তী বাংলাদেশ : কিছু অজানা কথা’ শীর্ষক ওয়েবিনার আগামীকাল

205

ঢাকা, ১৩ আগস্ট, ২০২০ (বাসস) : জাতীয় শোক দিবস উপলক্ষে ‘১৯৭৫ পরবর্তী বাংলাদেশ : কিছু অজানা কথা’ শীর্ষক এক ওয়েবিনার আগামীকাল অনুষ্ঠিত হবে।
‘সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)’ এর আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ ওয়েবিনার আগামীকাল ১৪ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd. একই সাথে সম্প্রচারিত হবে বিজয় টিভির পর্দায়, নফহবংি২৪.পড়স, বাংলা নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারা বাংলা, ভোরের কাগজ, জাগো নিউজ২৪, বাংলাদেশ জার্নাল-এর ফেসবুক পেইজে।
সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি, সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, আওয়ামী লীগের মুখপত্র ‘উত্তরণ’-এর সম্পাদক নূহ-উল-আলম লেনিন ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি।