বাসস ক্রীড়া-৪ : বার্সেলোনার করোনা আক্রান্ত খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগের দলে নেই

123

বাসস ক্রীড়া-৪
ফুটবল-করোনা
বার্সেলোনার করোনা আক্রান্ত খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগের দলে নেই
লিসবন, ১৩ আগস্ট ২০২০ (বাসস) : আগামীকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়র্টার ফাইনালে মুখোমুখি হবার আগে বার্সেলোনা স্কোয়াডে করোনার সংক্রমন দেখা দিয়েছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত খেলোয়াড়টি চ্যাম্পিয়ন্স লিগের দলে নেই বলে নিশ্চিত করেছে বার্সেলোনা।
খেলোয়াড়টির নাম প্রকাশ না করে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে ‘উক্ত খেলোয়াড় সিনিয়র দলের কোন অংশ নয় এবং সে লিসবনেও দলের সাথে আসছে না।’
করোনা আক্রান্ত খেলোয়াড়ের দেহে কোন ধরনের উপস্বর্গ নেই এবং তিনি ভাল আছেন বলে বার্সা জানিয়েছে। তাকে বাড়িতে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। তার সংষ্পর্শে আসা প্রত্যেককেই পরীক্ষা করা হবে। প্রাক মৌসুম অনুশীলনে যে নয়জন খেলোয়াড় নতুন করে যোগ দিয়েছেন তাদের মধ্যে ঐ খেলোয়াড় রয়েছে। যোগ দেয়া খেলোয়াড়রা হলেন, পেড্রি, ফ্রান্সিসকো ট্রিনকাও, ম্যাথুস ফার্নান্দেস, টোডিবো, ওয়াগ, আলেনা, রাফিনহা, মিরান্ডা ও ওরিয়র বাসকুয়েটস।
বাসস/নীহা/১৫৩৫/স্বব