‘১৫ই আগস্টের নির্মম হত্যাকান্ড : নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক সভা আগামীকাল

268

ঢাকা, ১২ আগস্ট, ২০২০ (বাসস) : ‘১৫ই আগস্টের নির্মম হত্যাকান্ড : নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত সভা আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির ফেসবুক পেইজে https://www.facebook.com|
সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমদ, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশীদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিবিআই)’র চেয়ারম্যান সাংবাদিক আবেদ খান, রবীন্দ্র ভারতী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী মানিক।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, সঞ্চালনা করবেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।