নব্য জেএমবির ৫ সদস্য ৭ দিনের রিমান্ডে

260

ঢাকা, ১২ আগস্ট, ২০২০ (বাসস) : রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় সিলেট থেকে গ্রেফতার নব্য জেএমবির পাঁচ সদস্যকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
তারা হলেন- শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)
আজ বুধবার (১২ আগস্ট) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পল্টন থানা এলাকায় বিস্ফোরণের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বাসসকে তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট থেকে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ।
গত ২৪ জুলাই রাত পৌনে ১০টার দিকে পল্টনে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণস্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। এ ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।