অসচ্ছল ক্রীড়াসেবীদের মাঝে ক্রীড়া ভাতার চেক তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

728

ঢাকা, ১২ আগস্ট ২০২০ (বাসস): প্রথমবারের মতো প্রবর্তিত মাসিক ক্রীড়া ভাতার অর্থ অস্বচ্ছল, আহত, অসমর্থ্য ক্রীড়াসেবীদের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
২০১৯-২০ অর্থ বছরে মোট ১১ শত ৫০ জন ক্রীড়া সেবীকে সর্বমোট ২ কোটি ৭৬ লাখ টাকা মাসিক ভাতা হিসেবে দিয়েছে মন্ত্রনালয়। এরই অংশ হিসেবে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলার ৮৫ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীদের মাঝে মাসিক ভাতার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন জাতির পিতার স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সৃষ্টিলগ্ন থেকেই এ প্রতিষ্ঠান জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ক্রীড়া সেবীদের কল্যানে তাদের দারিদ্র্যতা হ্রাসের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।
ক্রীড়া, খেলাধুলা ও শরীর চর্চায় যেসব ক্রীড়াসেবী উল্লেখযোগ্য অবদান রাখছেন বা রেখেছেন, তাদের বা তাদের পরিবারের সদস্যদের কল্যানের জন্য আর্থিক এককালীন অনুদান ও মাসিক ভাতা প্রদানের মাধ্যমে ফাউন্ডেশনের ক্রীড়ার মান উন্নয়নে উৎসাহ প্রদান করে আসছে। এছাড়াও এ ফাউন্ডেশন অসুস্থ খেলোয়াড়দের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই আমরা আমাদের অসহায় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের আর্থিকভাবে সহায়তা করে আসছি। প্রথম দফায় আমরা এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা প্রদান করি। পরবর্তীতে আমরা আরও তিন কোটি টাকা দেশের তৃণমূল পর্যায়ের প্রায় চার হাজারের অধিক অসহায়, দুঃস্থ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে বিতরণ করি। সম্প্রতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনে আরো দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা সেটি দীর্ঘ মেয়াদে গচ্ছিত রেখে লভ্যাংশ থেকে খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের সহযোগিতা করবো।’
অনুষ্টানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের সচিব মো: মোশারফ হোসেন মোল্লা।